তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দুই হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। ভূমিকম্পে তুর্কির ক্লাবে খেলা ঘানার এক ফুটবলার নিখোঁজ রয়েছেন।  

৩১ বছর বয়সী ওই ফুটবলারের নাম ক্রিস্টিয়ান আতসু। তিনি তুর্কির ক্লাব হাতায়স্পরে খেলেন। তার সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ। তবে ক্লাবটির বেশ কিছু ফুটবলারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। 

আটসু ঘানার হয়ে ৬৫ ম্যাচ খেলে ৯ গোল করেছেন। তিনি ২০১১ সালে পোর্তয় সিনিয়র ফুটবল শুরু করেন। এরপর চেলসি, এভারটন ও নিউক্যাসলে খেলেছেন তিনি। নিউক্যাসল ইউনাইটেড ছাড়া কোন ক্লাবেই অবশ্য এক-দুই মৌসুমের বেশি খেলা হয়নি তার।

নিউক্যাসল এক টুইটার বার্তায় লিখেছে, ‘ক্রিস্টিয়ান আতসুর জন্য প্রার্থনা করুণ। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’ 

ভূমিকম্পে প্রায় দুই হাজার ৮৩৪টি ভবন ধসে গেছে বলে সংবাদ মাধ্যম ডিডব্লিউ জানিয়েছে। তারা দাবি করেছে, প্রায় ১০ হাজার জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তবে ভূমিকম্প দূর্ঘটনায় উদ্ধার বিষয়ে তাদের পর্যাপ্ত জানা বোঝা নেই।