চলতি বছরের এপ্রিলে কোটি টাকার সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি সোমবার নিশ্চিত করা হয়েছে। ছয় দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।  

সংস্কারকাজ চলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে না ঘরোয়া ফুটবলের আকর্ষণীয় এই প্রতিযোগিতা। সর্বশেষ এ আসর হয়েছিল ২০১৩ সালে। ১০ বছর পরে আসরটি মাঠে ফিরলেও ফরম্যাট বদলে গেছে। 

গত মৌসুমের লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি খেলবে কোটি টাকা সুপার কাপের মূল পর্বে। ওই চার দল হলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং কাব।  

বাকি সাত দলের মধ্যে হবে বাছাইপর্ব। সেখান থেকে দুটি দল মূল পর্বের টিকিট পাবে। বাছাইয়ের ম্যাচ হবে ১৪ ও ২৮ ফেব্রুয়ারি। ২ এপ্রিল হবে চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচ। ফাইনাল ১৩ এপ্রিল। আসরটি রমজানের মধ্যে অনুষ্ঠিত হবে। 

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘প্রাইজমানি ও অংশগ্রহণ ফি আরও আশাব্যঞ্জক করতে ও টুর্নামেন্ট যেন জমজমাট হয় সেজন্য বাফুফের পক্ষ থেকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আমর নিবিড়ভাবে কাজ করবো।’