- খেলা
- এবার আর্জেন্টিনার লিগে বাংলাদেশের পতাকা
এবার আর্জেন্টিনার লিগে বাংলাদেশের পতাকা

বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে ফুটবল আর ভালোবাসা। মেসিদের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা এখন বিশ্ববাসী জানে। কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উন্মাদনা চমকে দিয়েছে তাদের।
আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ চলাকালেই বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ধন্যবাদও জানিয়েছেন দেশটির মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশের উন্মাদনা ছুঁয়ে যায় তার হৃদয়।
এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়েছে। এ সময় বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননা জানান তারা। পরে লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।'
আর্জেন্টিনায় বাংলাদেশের পতাকা দেখার ঘটনা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপের সময় বুয়েন্স আইয়ার্সে বাংলাদেশের পতাকা দেখা গেছে।
মন্তব্য করুন