- খেলা
- বিপিএলের বাকি অংশে খেলবেন না তাসকিন
বিপিএলের বাকি অংশে খেলবেন না তাসকিন
-samakal-63e1f321304c5.jpg)
বিপিএলের চলতি আসরে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ঢাকা ডমিনেটর্স। তবে এই ম্যাচে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। ইনজুরি ঝুঁকি তার পুরনো সমস্যা। তাই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
বিপিএলে তাসকিন সবশেষ খেলছেন ৩০ জানুয়ারি। ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে খেলেননি তিনি। সোমবার দলের সঙ্গে এলেও অনুশীলন করেননি তাসকিন। মূলত হ্যামস্ট্রিং গ্রেড ওয়ান ধরণের টিয়ার দেখা গেছে তার। ঢাকার ফিজিও জানিয়েছেন, এ ধরণের চোট থেকে সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে।
বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, 'হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে তাসকিনকে। ইনজুরি খুব বেশি গুরুত্বর নয়। দলের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন না তিনি। কিছুদিন পরই অনুশীলন শুরু করবে সে। আমরা মনে করি আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলতে তার কোন সমস্যা নেই।'
এবারের মৌসুমে ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন। কবে তার ৬.০২ ইকোনমি রেট চোখে পড়ার মত ছিল। ব্যাটিং-বান্ধব উইকেটে তাসকিনকে সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটারদের।
মন্তব্য করুন