চলতি মাসে সিঙ্গাপুরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের ফুটবলারদের। ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ছিল সাবিনা খাতুন-সানজিদাদের। অনিবার্য কারণে ওই সফর ও ম্যাচটি স্থগিত হয়েছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফেডারেশনের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর ম্যাচটি খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। 

গত বছর বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর নারী দলের ফুটবলাররা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি মেয়েদের ফুটবল এগিয়ে নিতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিল বাফুফে। 

ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি ছিল ওই পরিকল্পনারই অংশ। ম্যাচটি স্থগিত হওয়ায় মার্চের আন্তর্জাতিক বিরতিতে ম্যাচটি আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বলা হয়েছে, ‘বাফুফে মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর নারী ফুটবল দলের সঙ্গে ফিফা টায়ার ওয়ান ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে আয়োজনের চেষ্টা করে যাচ্ছে।’