ওয়ানডে খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষ হলে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তারাও তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। আইরিশরা বাংলাদেশে আসার পরপরই শুরু হবে অর্থেন ঝনঝনানি নিয়ে অপেক্ষা করা আইপিএল। 

ওই আইপিএলে খেলতে আয়ারল্যান্ড জাতীয় দলের সেরা পেসার জসুয়া লিটল বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন না। ভারতের ফ্র্যাঞ্জাইজি লিগে দল পেয়েছেন বাংলাদেশের তিনজন। মুস্তাফিজুর রহমান আগের দলেই আছেন। সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

তবে শুরু থেকে তারা আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ জাতীয় দলের খেলার মধ্যে কোন ক্রিকেটারকে ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার জন্য ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

মঙ্গলবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে তেমনটাই বলেছেন। সাকিব, মুস্তাফিজ ও লিটনের আইপিএলে খেলার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলার মধ্যে কাউকে ছাড়পত্র দেওয়ার কোন পরিকল্পনা নেই আমাদের।’ 

ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বিসিবি চন্দিকা হাথুরুসিংহেকে দায়িত্ব দিয়েছে। ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজের আগে আরেকজন কোচ আনতে চায় বিসিবি। যিনি টি-২০ ফরম্যাট নিয়ে কাজ করবেন। কারণ ঠাঁসা সূচির কারণে হাথুরুর পক্ষে সব সিরিজ সামলানো কঠিন হবে। বিসিবির পরিকল্পনা হাথুরুর সহকারী হিসেবে কাউকে নিয়োগ দেওয়া। যিনি হাথুরুর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।