- খেলা
- শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বড় জয়ে ফাইনালে বাংলাদেশ।
নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে ভারত। ওটাই বাংলাদেশের জন্য অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলের ফাইনালে ওঠার পথ সহজ করে দিয়েছিল। যদিও ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ই ছিল সম্ভাব্য ফল। প্রত্যাশা মতোই ৫-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে।
মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটের ভুটানের জালে দুই গোল করে লাল-সবুজের নারী প্রতিনিধিরা। প্রথমার্ধে শাহেদা আক্তার রিপা একটি পেনাল্টি মিস করেন। বিরতির পর আরও তিন গোল করে বাংলাদেশ।
বড় জয়ের ম্যাচে শামসুন্নাহার জুনিয়র হ্যাটট্রিক করেছেন। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠা বাংলাদেশ বৃহস্পতিবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে। এ নিয়ে টানা তিন সাফের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল।
শামসুন্নাহার ম্যাচের ২৯ মিনিটে নিজের প্রথম গোল করেন। ৫৩ মিনিটে রিপার রক্ষণ চেরা পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বয়সভিত্তিক দলের এই ফরোয়ার্ড। প্রথম গোলটিও ছিল তার বানিয়ে দেওয়া।
গত বছরের সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফের পর নভেম্বরে ঢাকায় অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনাল খেলেছিল দু’দল। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল হিমালয়কন্যারা। এবার কিশোরীদের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ শামসুন্নাহার জুনিয়রদের।
মন্তব্য করুন