জুলাইয়ে ছয় দল নিয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ১৯ মার্চ টি-২০ ওই লিগের ড্রাফট হবে নাসার স্পেস সেন্টারে। টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

মেজার লিগ ক্রিকেটের টুর্নামেন্ট ডিরেক্টর জাস্টিন গালে বলেছেন, ‘স্পেস সেন্টার হিউস্টনে মেজর লিগ ক্রিকেটের ড্রাফটে দলগুলোর অংশ নিতে যাওয়া দেখা হবে উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনা।’ 

এমএলসি’তে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ডালাস, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটল দল নিয়েছে। উদ্বোধনী আসরে গ্রুপ পর্বে পাঁচটি করে লিগ ম্যাচ থাকবে। ডালাস এবং মরিসভিলে ১৮ দিন চলবে টুর্নামেন্টটি। 

প্রথম আসরের জন্য প্রতিটি দলকে সাত লাখ ৫০ হাজার ডলার খরচের অনুমতি দেওয়া হয়েছে। ওই হিসেবে খেলোয়াড়রা যে অর্থ পাবেন ম্যাচ ফি’র হিসেবে তা দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের টি-২০ লিগের সমপর্যায়ের হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ।

বাজেট ভালো হওয়ায় আয়োজকরা মনে করছেন, বিশ্বব্যাপী টি-২০ লিগ মাতাতো বড় বড় তারকাদের আকর্ষণ করতে পারবেন তারা। টুর্নামেন্ট ডিরেক্টর জাস্টিন বলেছেন, ‘মেজর লিগ ক্রিকেটে আমাদের দেশীয় তরুণদের সঙ্গে অনেক বড় তারকা ক্রিকেট থাকবেন বলে আশা করছি। যুক্তরাষ্ট্র আগে দেখেনি এমন একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে।’