- খেলা
- ম্যানসিটির অবনমন চায় প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’
ম্যানসিটির অবনমন চায় প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’

ছবি: ফাইল
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। চার বছর তদন্ত করে লিগ কর্তৃপক্ষ ম্যানসিটির বিরুদ্ধে অসংখ্য আর্থিক নিয়মের অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে। ১৪ বছর ধরে সিটিজেনরা ওই অনিয়ম করেছে বলে অভিযোগ।
বিচারকার্য সম্পন্ন করতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্বাধীন বিচারিক কমিটির কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে। ওই বিচারে ম্যানসিটির অনিয়ম প্রমাণিত হলে শাস্তি পাবে ক্লাবটি। পয়েন্ট কেটে নেওয়া, ফুটবলার কেনায় নিষেধাজ্ঞা দেওয়া, অর্থ জরিমানা, এমনকি প্রিমিয়ার লিগ থেকে অবনমন করে দেওয়া হতে পারে তাদের।
প্রিমিয়ার লিগের বিগ সিক্স অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম শুধু পয়েন্ট কেটে নেওয়া নয় ম্যানসিটির (তাঁরাও বিগ সিক্সের অংশ) লিগ থেকে অবনমন চায়। শীর্ষ পর্যায়ের ওই ক্লাবের প্রধান নির্বাহীরা ওই দাবি করেছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা নেন সংযুক্ত আরব আমিরাতের শেখ মনসুর। এরপর অর্থ ঢালতে শুরু করেন তিনি। সার্জিও আগুয়েরো, তোরে, বেনার্ড সিলভা, আইমেরিক লাপোর্ত থেকে শুরু করে আর্লিং হ্যালন্ড, জ্যাক গ্রেলিসদের পেছনে অনেক অর্থ ঢেলেছে ক্লাবটি। কোচ পেপ গার্দিওয়ালাকেও দিচ্ছে মোটা অঙ্কের বেতন।
ওই অর্থ ঢেলে সাফল্যও পাচ্ছে ম্যানসিটি। সর্বশেষ এক যুগে ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছে তারা। অর্থাৎ এক যুগের প্রিমিয়ার লিগের সেরা ক্লাব ম্যানসিটি। ওই সাফল্য ঘরে তুলতে আর্থিক অনিয়ম করে সিটিজেনরা খেলোয়াড় কিনেছেন বলে অভিযোগ। অবশ্য ওই অভিযোগে বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যানসিটি কর্তৃপক্ষ। এর আগে উয়েফা কর্তৃপক্ষও ম্যানসিটির বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল। বিচারে ওই অভিযোগ থেকে মুক্তি পেয়েছে ম্যানসিটি।
মন্তব্য করুন