- খেলা
- অনুশীলন, টুর্নামেন্ট সামলে জিপিএ-৫ পেলেন আর্চারির দিয়া
অনুশীলন, টুর্নামেন্ট সামলে জিপিএ-৫ পেলেন আর্চারির দিয়া

ছবি: ফাইল
আর্চারির ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি লেগে থাকে। ওই টুর্নামেন্টে সেরা সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করতে হয়। দিয়া সিদ্দিকী অনুশীলনও করেন, টুর্নামেন্টে অংশ নেন, পদকও জেতেন। সঙ্গে সমান তালে চালিয়ে যান পড়াশুনা। যার ফল তিনি পেয়েছেন এইচএসসি পরীক্ষায়।
বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি জিপিএ-৫ পেয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে ওই সাফল্য পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এই শিক্ষার্থী।
ভালো ফল পাওয়ায় উচ্ছ্বসিত দিয়া, ‘ভালো রেজাল্টে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আব্বু ও আম্মু। তারা চাইতেন আমি ডাক্তার হওয়ার চেষ্টা করি। কিন্তু খেলাধুলায় আসায় তাদের ওই স্বপ্ন পূরণ করতে পারিনি। এবার জিপিএ–৫ পাওয়ায় তারা খুশি হয়েছেন।’
দিয়া জানিয়েছেন, দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে গেলে পড়াশুনা হয় না। তবে দেশে থাকলে অনুশীলনের পাশাপাশি নিয়মিত পড়াশুনা করেছেন তিনি। চেষ্টা করেছেন দেশের বাইরে থাকার ক্ষতি পূরণ করে নিতে। তিনি পরিশ্রম করেছেন। ভালো ফল পাওয়ায় তিনি খুশি। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেবেন তিনি।
মন্তব্য করুন