ধৈর্যর ফল নাকি মিষ্টি হয়। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ওই ধৈর্যটুকু দেখাতে চায়নি সৌদি আরবের ক্লাব আল নাসর কর্তৃপক্ষ। অভিষেক ম্যাচে গোল পাননি তিনি। বরং ইনজুরিতে পড়েছিলেন। 

দ্বিতীয় ম্যাচে সহজ গোল মিস করেছিলেন। তাতেই ক্ষোভে এক ক্লাব কর্মকর্তা বলেছিলেন, ২০০ মিলিয়নের ফুটবলার কেবল সিউউ... (রোনালদো দুই হাত ছড়িয়ে লাফিয়ে উদযাপন) করতে পারেন। যদিও ওই ম্যাচে শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে বাঁচিয়েছিলেন তিনি।

এবার আল নাসরের জার্সিতে আগুন ধরালেন সিআরসেভেন। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওহেদার বিপক্ষে একাই চার গোল করেছেন তিনি। দলকে ৪-০ গোলে জিতিয়ে বুঝিয়ে দিয়েছেন- তিনি বুড়ো হয়েছেন ঠিক তবে গোল করতে ভোলেননি। 

আল নাসরের হয়ে প্রথম ‌হ্যাটট্রিক করেছেন রোনালদো। ছবি: টুইটার

ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৪০ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল আসে সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ তারকার পা থেকে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যটট্রিক পূর্ণ করেন তিনি। 

ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং রোনালদো। ‌'সৌদি প্রো লিগে রোনালদোর প্রথম হ্যাটট্রিক' শিরোনামে চলছে কুর্নিশ। কিন্তু ওই তিন গোল করেই থামেননি সর্বকালের অন্যতম সেরা রোনালদো। ম্যাচের ৬১ মিনিটে আরও এক গোল করে উচ্ছ্বসের সিউউ... উদযাপন করেছেন। 

হ্যাটট্রিক করা রোনালদোর চেনা উদযাপন। ছবি: টুইটার

ক'দিন আগে ৩৮ বছরের কেক কাটা রোনালদো দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন। শুধু লিগ ম্যাচে ৫০০ গোল করার কীর্তি গড়েছেন তিনি। সঙ্গে প্রতিদ্বন্দ্বী আল শাবাবের চেয়ে (১৭ ম্যাচ) এক ম্যাচ কম খেলে সমান ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে রোনালদোর আল নাসর।