আল নাসরে অভিষেকটা ভালো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। উচ্ছ্বাস নিয়ে তাকে সৌদি ফুটবলে বরণ করা হয়েছিল। প্রথম ম্যাচেই যেন তাতে ভাটা পড়েছিল। তবে সৌদি প্রো লিগে নিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিআরসেভেন। 

আল ওহেদার বিপক্ষে চার গোল করেছেন তিনি। পর্তুগাল, ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর হ্যাটট্রিক পেয়েছেন আল নাসরের হয়ে। সঙ্গে পাঁচশ’ লিগ গোলের স্বাদ পেয়েছেন তিনি। 

চার গোল করে দলকে ৪-০ গোলে জিতিয়ে এবং পাঁচশ’ লিগ গোলের কীর্তি গড়ে খুশি বলে জানিয়েছেন ‘পর্তুগিজ যুবরাজ’ রোনালদো। তিনি বলেছেন, ‘আজ যে গোল পেয়েছি তার জন্য খুবই খুশি। তবে দলকে জেতাতে পারাই আমাকে সবচেয়ে আনন্দিত করেছে।’ 

সৌদি প্রো লিগে প্রথম হ্যাটট্রিক রোনালদোর। ছবি: রোনালদোর ফেসবুক থেকে নেওয়া

এরপর নিজের ফেসবুক পেজ  ও ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছেন রোনালদো। গোল উদযাপনের ওই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দলের অটুট জয়ে চার গোল করতে পেরে এবং পাঁচশ’ লিগ ম্যাচের কীর্তি ছুঁতে পারা দারুণ অনুভূতি।’ 

রোনালদো তার ক্যারিয়ারে পাঁচ ক্লাবের জার্সি পরেছেন। পর্তুগালের ক্লাব দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর দুই মেয়াদে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন তিনি। এখন খেলছেন আল নাসরে। এই পাঁচ ক্লাবের হয়ে শুধু লিগ শিরোপার লড়াইয়ে পাঁচশ’ গোল করেছেন তিনি।

চার গোলের চেয়ে দল জেতায় বেশি খুশি রোনালদো। ছবি: রোনালদোর ফেসবুক থেকে নেওয়া