- খেলা
- পাঁচশ’ লিগ গোল রোনালদোর, কোন ক্লাবে কয়টি
পাঁচশ’ লিগ গোল রোনালদোর, কোন ক্লাবে কয়টি

পাঁচশ’ লিগ গোল করেছেন রোনালদোর। ছবি: টুইটার
আল নাসরের হয়ে এক ম্যাচে চার গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত ওই হ্যাটট্রিকে ক্লাব ক্যারিয়ারে শুধু লিগ শিরোপার লড়াইয়ে পাঁচশ’ গোল করার কীর্তি গড়েছেন এই পর্তুগিজ যুবরাজ।
পর্তুগালের ক্লাব স্পোর্টিং, প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মেয়াদে, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে গোল করে পাঁচশ’ ছুঁয়ে তা অতিক্রমও করেছেন সিআরসেভেন।
ক’দিন আগে ৩৮ বছরের কেট কাটা রোনালদোর পাঁচশ’ লিগ গোল করতে শীর্ষ পর্যায়ে ২১ বছর খেলতে হয়েছে। প্রতিদিন নিতে হয়েছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ।

পাঁচশ’র পথে রোনালদো এক মৌসুম খেলেছেন স্পোর্টিং সিপি’তে। ২৫ লিগ ম্যাচ খেলে নিজ দেশের ক্লাবের হয়ে মাত্র তিন গোল করতে পেরেছিলেন তিনি।
কিন্তু ওই তিন গোল করা রোনালদোর মধ্যে কিছু একটা দেখেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ওল্ড ট্রাফোর্ডে নিয়ে এসেছিলেন তাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মেয়াদে ছয় মৌসুম খেলেছেন তিনি। ১৯৬ লিগ ম্যাচে ৮৪ গোল করেছেন।
এরপর রিয়াল মাদ্রিদে পর্তুগিজ তারকা খেলেছেন নয় মৌসুম। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি লস ব্লাঙ্কোসদের জার্সিতে। ওই সময় রোনালদো ২৯২ লিগ ম্যাচ খেলে ৩১১ গোল করেছেন। প্রতি ম্যাচে একটির বেশি গোল পেয়েছেন তিনি।

জুভেন্টাসেও রোনালদোর গোলের গ্রাফ ছিল ঊর্ধ্বে। ওল্ড লেডিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১ গোল করেছেন তিনি। এর মধ্যে লিগে ৯৮ ম্যাচ খেলে ৮১ গোল তার নামের পাশে। এরপর ঘরে ফেরা। রেড ডেলিভস শিবিরে ফিরে ৪০ লিগ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। আর আল নাসরের হয়ে তিন ম্যাচে গোল ৫টি।
মন্তব্য করুন