নাগপুর টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ২ রানে অজিদের ২ উইকেট তুলে নেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। এরপর ইনজুরি থেকে ফিরে রবিন্দ্র জাদেজা পাঁচটি এবং অশ্বিন তুলে নেন তিন উইকেট। 

ওই ম্যাচে একটি বিতর্কিত ঘটনা ঘটেছে। জাদেজা এবং সিরাজ চুপিচুপি বল টেম্পারিং করেছেন কিনা প্রশ্ন উঠেছে। ভারতীয়দের দিক থেকে বলা হয়েছে, বল টেম্পারিং নয় ব্যথা পাওয়ায় মলম লাগাচ্ছিলেন বাঁ-হাতি স্পিনার জাদেজা। 

এক ভিডিওতে দেখা গেছে, প্রথম দিনের প্রথম ইনিংস চলাকলীন সিরাজ কিছু একটা হাতে করে দিচ্ছেন জাদেজাকে। বোলিং করার আগে ভারতীয় স্পিনার সেটা নিয়ে আঙুলে ঘষছেন। তার ওই হাতে বলও ছিল। 

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বিতর্ক। ছবি: টুইটার

বিষয়টি নিয়ে একাধিক সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে। টেলিগ্রাফ বিতর্কের বিষয়টি উল্লেখ করেছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ফক্স ক্রিকেট লিখেছে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে একটি মুহূর্তকে ঘিরে বিতর্ক। সাবেক অজি অধিনায়ক টিম পেইন টুইট করেছেন, বিষয়টি মজার তো!  

সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন বিষয়টি নিয়ে টুইটে লিখেছেন, ‘আঙুলে তিনি কী মাখাচ্ছেন? এমন কিছু আগে দেখিনি।’

বিষয়টি নিয়ে রবি শাস্ত্রী পাল্টা দিয়ে বলেছেন, ‘আমি এটা নিয়ে তেমন কোন কিছু শুনিনি। আমার বিষয়টি নিয়ে দুটো প্রশ্ন। অস্ট্রেলিয়ার দলের পক্ষ থেকে কি কোন অভিযোগ এসেছে? ম্যাচ রেফারি কি বিষয়টি নিয়ে কোন আপত্তি তুলেছেন?’

শাস্ত্রী তার বক্তব্যে এও বলেছেন যে, তারা ব্যথা কমানোর মলম ব্যবহার করছিল। অন্য কিছু হলে রেফারি ব্যবস্থা নিতেন। তিনি বলেন, নাগপুরের উইকেটে বল স্পিন করাতে বল টেম্পারিংয়ের দরকার পড়ে না।