ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা। তিনজনই গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছেন। ২০২২ সালের ফিফার সেরা কোচের তালিকায় বাদ পড়েছেন মরক্কোর ওয়ালিদ রেগরাগুই ও রানার্সআপ ফ্রান্সের দিদিয়ের দেশম। 

বর্ষসেরা কোচের পুরস্কার নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ৪৪ বছর বয়সী লিওনেল স্কালোনি। তার অধীনেই তিন যুগ পর শিরোপা জেতে আর্জেন্টিনা। এছাড়া কোপা আমেরিকা ও লা ফিনালিসিমাও জিতেছেন স্কালোনি। 

এদিকে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার ম্যান সিটিকে জিতিয়েছেন ইংলিশ লিগ শিরোপা। আর রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির অধীনে গ্যালাক্টিকোরা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও লা লিগা।

ফিফার প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন।