তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২১ হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭৪ জনে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় এ তথ্য জানান। আর সিরিয়ায় নিহতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ৩৭৭ জন।

ভূমিকম্পের পর থেকেই দুঃসংবাদের ভাগীদার হয়েছে ক্রীড়াঙ্গনও। বিধ্বস্ত তুরস্কে সবধরণের খেলা স্থগিত করেছে দেশটির সরকার। ভূমিকম্পে আদিয়ামান নগরীর ইসিয়াস নামক একটি হোটেল ভবন ধসে চাপা পড়েছে তুরস্কের ফামাগুস্তা তার্কিশ মারিফ স্কুলের শিক্ষকসহ ভলিবল দলের ৩৯ সদস্য। যেখান থেকে এখন পর্যন্ত তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

উদ্ধার হয়ে তিনজনের মধ্যে দুইজন শিক্ষক এবং অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, এর আগে আরো চারজন ধ্বংসস্তূপের নিচ থেকে নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকিদের সন্ধানে উদ্ধার ‍অভিযান চলছে।

বেঁচে যাওয়া একজন শিক্ষক বলেন, যখন ভূমিকম্প শুরু হয় তারা জেগেই ছিলেন। তার মেয়েও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানান তিনি।