চলমান বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিব একাদশে থাকলেও আজকের ম্যাচে নেতৃত্ব দেবেন মিরাজ।

এই ম্যাচে সাকিবদের লক্ষ্য খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আসা। অন্যদিকে আগেই ছিটকে যাওয়ায় খুলনার জন্য এই ম্যাচটি নিয়রক্ষার। 

ফরচুন বরিশাল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আনামুল হক বিজয়, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, ডোয়াইন প্রিটোরিয়াস, ইব্রাহিম জাদরান, করিম জানাত এবং চতুরঙ্গ ডি সিলভা।

খুলনা টাইগার্স: শাই হোপ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরি রাব্বি, আন্ড্রু বালবির্নি, সাব্বির রহমান, হাসান মুরাদ, শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দীন।