- খেলা
- বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট, হঠাৎ অন্ধকার মিরপুর স্টেডিয়াম
বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট, হঠাৎ অন্ধকার মিরপুর স্টেডিয়াম

ছবি- সংগৃহীত
চলমান বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচে লড়ছে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স। এই ম্যচেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। মুহূর্তেই অন্ধকার হয়ে যায় পুরো স্টেডিয়াম। বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ থাকে ১২ মিনিট।
তখন ম্যাচের দ্বিতীয় ওভারের খেলা চলছিল। খুলনার শফিকুল ইসলাম ছিলেন বোলিংয়ে আর ব্যাটার ছিলেন মাহমুদউল্লাহ। হঠাৎ ফ্লাড লাইটসহ নিভে গেল মাঠের সব আলো। বন্ধ হয়ে গেল খেলা। দেড় মিনিট পর প্রেস বক্সের বিদ্যুৎ সংযোগ এলেও ফ্ল্যাড লাইটের সংযোগ আসে আরো ৫ মিনিট পর।
মাঠে উপস্থিত থাকা সমর্থকরা তখন নিজেদের স্মার্টফোনের সাহায্যে আলো জ্বালিয়ে সে অন্ধকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। ফ্লাডলাইট ঠিকঠাক জ্বললে, ম্যাচ অফিশিয়ালরা খেলা ফের চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
খুলনার বিপক্ষে আজ টস জিতে আগে ব্যাট করছে বরিশাল। দলটির হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরেছেন। এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
মন্তব্য করুন