কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ছিলেন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় ব্রাজিলের অভিযান। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে গিয়ে ছিটকে যেতে হয় তাদের। কাতার বিশ্বকাপে তাদের হতাশার মুখোমুখি হতে হলেও কিছুটা স্বস্তি দেন তাদের স্ট্রাইকার রিচালির্সন।

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বাইসাইকেল কিকে অনবদ্য একটি গোল করেছিলেন তিনি। কাতার বিশ্বকাপের সেরা গোলও নির্বাচিত হয়েছে সেটি। এবারো পুসকাসের বর্ষসেরা গোলের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও ঠাঁই করে নিয়েছে তার সেই গোল।

হাঙ্গেরীর কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামে দেওয়া হয়ে থাকে বর্ষসেরা গোলের পুরস্কার। এবার পুরষ্কারের জন্য ১১ টি গোলের তালিকা করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সমর্থক ও বিশেষজ্ঞদের ভোটে তালিকা ছাঁটাই করে তিন জনে নিয়ে আসে তারা। যেখানে রিচার্লিসন ছাড়াও প্রতিদ্বন্দ্বীতায় আছে মার্সিন ওলেক্সি ও দিমিত্রি পায়েতের গোল।

পায়েত তার এই গোলটি করেছিলেন গত এপ্রিলে। উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে পাওক থেসালোনিকির বিপক্ষে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে জালের ঠিকানা খুঁজে নেন পায়েত। অন্যদিকে ওলেক্সি তেমন পরিচিত ফুটবলার নন। এক পা না থাকায় স্ক্র্যাচে ভর করে ফুটবল খেলেন তিনি। তাকে বলা হয় অ্যাম্পিউট ফুটবলার। সেই এক পা নিয়েই চোখধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করেন পোল্যান্ডের ওলেক্সি। তার সেই গোলও আছে সেরা গোলের তালিকায়। 

আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে দেওয়া হবে পুসকাস অ্যাওয়ার্ড। যেখানে সবথেকে বেশি পয়েন্ট প্রাপ্ত গোলটিই হবে পুসকাসের সেরা গোল।