-samakal-63e73ee24e104.jpg)
ফরাসি দৈনিক এল ইকুইপের বার্তা মেসি সমর্থকদের ভারি দুশ্চিন্তায় ফেলে দেয়। এক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন লিও। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই কম। এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজির কোচ গালতিয়ের।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন মেসি অবশ্যই বাভারিয়ানদের বিপক্ষে খেলবেন। তবে পায়ে কিছুটা অস্বস্তিবোধ করায় তাকে এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। সে জন্য আজ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে দেখা যাবে না আর্জেন্টাইন তারকাকে।
গত বুধবার ফ্রেঞ্চ কাপে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পিএসজি। শেষ ষোলোর ওই ম্যাচে গোল পাননি মেসি। সে দিনই হ্যামস্ট্রিংয়ে টান লাগে। যে কারণে নিজের সেরাটা উপহার দিতে পারেননি। তাতে দলও হেরে বিদায় নেয় ফ্রেঞ্চ কাপ থেকে। এর পরই নানা গুঞ্জন।
সেসব আপাতত থামালেন পিএসজি কোচ, 'লিও আজ মোনাকোর বিপক্ষে থাকবেন না। সোমবার তিনি আবার অনুশীলনে ফিরবেন। কারণ, তার পর দিন আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন ম্যাচ।'
১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। যে ম্যাচে দেখা যাবে না দলটির অন্যতম গোলমেশিন কিলিয়ান এমবাপ্পেকে। এর মধ্যে মেসিকে নিয়ে কানাঘুষায় কিছুটা তো হতাশ হয়েই পড়েন ফরাসি কোচ। তবে পরীক্ষা-নিরীক্ষায় তেমন গুরুতর কিছু ধরা না পড়ায় শঙ্কার মেঘটা কাটল।
মূলত, বড় ম্যাচের আগে মেসিকে পুরো ফিট দেখতেই আজ বিশ্রামে রাখা হবে। কারণ, গালতিয়েরও জানেন বাভারিয়ান পরীক্ষায় কতটা দরকার মেসিকে, 'আমরা ভালো করেই জানি, মেসিকে কতটা দরকার ওই রকম একটা ম্যাচে। তিনি না থাকলে আমাদের ম্যাচের পরিকল্পনা পুরোপুরি বদলাতে হবে।'
মন্তব্য করুন