আগামী ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসবেন জাতীয় দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই কোচের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রধান কোচ আসলেও এখনও সহকারী কোচ নিশ্চিত হয়নি টাইগারদের। দৌড়ে সবার আগে ছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, সহকারী কোচ হিসেবে শ্রীরামকে পাওয়ার সম্ভাবনা কম।

জালাল ইউনুস তার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, 'শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির শর্তে আগ্রহী নয়।'

শ্রীরাম আগ্রহী না হওয়ায় ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ নিয়োগও হচ্ছে না। তবে সহকারী কোচ কেমন হবে তার একটা ধারণ দিয়েছেন জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, 'সহকারী কোচ ব্যাটিং–নির্ভরই হবে।'

শ্রীরাম না ফিরলেও টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন জাতীয় দলে ফিরছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না সুজন। ইংল্যান্ড সিরিজ থেকে টিম ডিরেক্টর পদে দেখা যাবে তাকে। এর মধ্যেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি পরিকল্পনা শুরু করে দিয়েছেন।