- খেলা
- কাজাখস্তানে ইমরানুরের স্বর্ণ জয়
কাজাখস্তানে ইমরানুরের স্বর্ণ জয়
গত বছর যে ইভেন্টে সার্বিয়ায় ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন ইমরানুর রহমান। গতকালে সেই ৬০ মিটারে সময় নিলেন ৬ দশমিক ৫৯ সেকেন্ড। তাতেই নিজের পুরোনো রেকর্ড ভাঙার পাশাপাশি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেরার মুকুট স্বর্ণ জিতে নিলেন এই বাংলাদেশি।
কাজাখস্তানের আস্তানায় শনিবার সেরা হওয়ার পথে ইমরানুর হারিয়েছেন হংকংয়ের শাক কাম চিংকে। যিনি কিনা ৬০ মিটার দৌড়াতে সময় নেন ৬ দশমিক ৬৫ সেকেন্ড। আর তৃতীয় হয়েছেন চিংয়ের স্বদেশি লি হং কিটের টাইমিং ৬ দশমিক ৭৭ সেকেন্ড।
এর আগে সেমিতে অনেকটা পথ এগিয়ে থেকেও কাতারের ফেমি সেউনের সঙ্গে কুলিয়ে ওঠেননি তিনি। তাতে দ্বিতীয় হন ইমরানুর। এ জন্য অবশ্য ফাইনালে ওঠায় বাধা হয়নি। এদিকে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বাদ পড়েন। তবে বাদ পড়লেও টাইমিংয়ের উন্নতি হয়েছে বাংলাদেশের এই দ্রুততম মানবীর।
মন্তব্য করুন