লুইস সুয়ারেজ যাওয়ার পর থেকে ‘স্থায়ী’ স্ট্রাইকারের খোঁজে বার্সেলোনা। মার্টিন ব্রাথওয়েটকে কিনে আবার বিক্রিও করে দিয়েছে তারা। মেস্পিস ডিপাইকে কিনে ছেড়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদে। 

দলটিতে স্ট্রাইকার হিসেবে আছেন রবার্ট লেভানডভস্কি। তবে তার বয়স হয়েছে ৩৪ বছর। কাতালান ক্লাবটির কর্মকর্তাদের তাই এখনই বিকল্প ভাবতে হচ্ছে। সেজন্য তারা ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজে চোখ রাখছে। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিকাজেস এমনই দাবি করেছে। তাদের মতে, আলভারেজকে কিনতে খুবই আগ্রহী বার্সা। দলটির প্রেসিডেন্ট জোয়াও ফেলিক্স নাকি বলেছেন, ২৩ বছর বয়সী স্ট্রাইকারকে কিনতে সাধ্যের সবটা করবেন তিনি। 

আলভারেজ চলতি মৌসুমে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। আর্লিং হ্যালন্ডের ছাঁয়ায় আছেন তিনি। শুরুর একাদশে নিয়মিত সুযোগ পাননা। তবে সুযোগ পেলে গোল করেন তিনি। সিটিনেজদের হয়ে সব মিলিয়ে ২৮ ম্যাচে নয় গোল করেছেন তিনি। 

তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে দুর্দান্ত খেলেছেন এই স্ট্রাইকার। গুরুত্বপূর্ণ চারটি গোল করেছেন তিনি। সেটাই মনে ধরেছে বার্সেলোনার। তার বর্তমান বাজার মূল্য ৫০ মিলিয়ন ইউরো। তবে ম্যানসিটির সঙ্গে চুক্তি নবায়নে মুখিয়ে আছে। কারণ তার বর্তমান রিলিজ ক্লজ নাকি মাত্র ২০ মিলিয়ন ইউরো।