ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। নতুন বছরে জার্গেন ক্লপের শিষ্যদের প্রথম জয় এটি। গোল করেছেন মোহামেদ সালাহ ও কোডি গাকপো। সর্বশেষ ৪ ম্যাচে তিন হার ও এক ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে অল রেডরা।

এনফিল্ডে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। প্রথমার্ধে একাধিক আক্রমণের পর স্বাগতিকেরা সালাহর সৌজন্যে প্রথম সফলতা পায়। ৩৭ মিনিটে  নুনেজের ক্রসে এভারটনের জালে বল পাঠান সালাহ। এই গোলেই এনফিল্ডে শততম গোলের রেকর্ড গড়লেন এই মিশরীয় ফরোয়ার্ড।

ম্যাচের ৪৯ মিনিটে আলেকজান্ডার-আরনল্ডের ক্রস থেকে গাকপো পেয়ে যান প্রিমিয়ার লিগের প্রথম গোল। লিভারপুলের জার্সিতে এটি ২৩ বছর বয়সী ডাচ ফরোয়ার্ডের প্রথম গোল। এই গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় এভারটন। বাকিটা সময়েও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতে।

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট—সব বিভাগে দাপুটে ছিল লিভারপুল। ৫৯ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১০টি শট নেয় অল রেডরা, ছয়টি থাকে লক্ষ্যে। বিপরীতে পাঁচটি শটের একটি গোলমুখে রাখতে পারে রেলিগেশনের আসেপাশে থাকা এভারটন।

এই জয়ের পর ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে জার্গেন ক্লপের দল। সমান সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৮ তম অবস্থানে থাকা এভারটন আছে রেলিগেশনের শঙ্কায়।