- খেলা
- বায়ার্নের বিপক্ষে মেসি-এমবাপ্পে খেলবেন?
বায়ার্নের বিপক্ষে মেসি-এমবাপ্পে খেলবেন?

ছবি: ফাইল
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে (আজ) মঙ্গলবার রাত ২টায় মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ওই ম্যাচের আগে মোনাকোর বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তবে সোমবার পিএসজির ঘোষিত ২২ জনের দলে আছেন তারা দু’জন।
দলে থাকলেও মেসি-এমবাপ্পে বায়ার্নের বিপক্ষে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। ইনজুরির পর এমবাপ্পের ফিরতে তিন সপ্তাহ লাগবে বলে জানানো হয়েছিল। ১২ দিনেই অনুশীলনে ফিরেছেন তিনি। তবে তার ফিটনেস নিয়ে প্রশ্ন থেকে যাওয়া স্বাভাবিক। একদিনের অনুশীলনে বায়ার্নের বিপক্ষে ম্যাচ খেলা কঠিন তা এমবাপ্পেও জানেন।
তবে পিএসজির কোচ ক্রিস্টোফার গালিতিয়ের বলেছেন, শুধু ২২ জনের দল পূর্ণ করার জন্য এমবাপ্পে ও মেসিকে দলে রাখেননি তিনি। এমবাপ্পে খেললেও তাকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা কম বলে জানিয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম। তার জায়গায় খেলানো হতে পারে কার্লোস সোলেরকে।
তবে বায়ার্নের বিপক্ষে মেসির খেলার ভালো সম্ভাবনা দেখছে সংবাদ মাধ্যম বেন স্পোর্টস। লিও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচে খেললেও মোনাকোর বিপক্ষে ছিলেন না। মেসির সঙ্গে ডিফেন্ডার সের্গিও রামোস, আশরাফ হাকিমি ও নুনো মেন্ডেস একাদশে ফিরতে পারেন।
পিএসজি যখন তাদের নিয়মিত ফ্রন্ট থ্রিতে পাওয়া নিয়ে চিন্তিত তখন বায়ার্ন মিউনিখ খেলাতে পারে চার স্ট্রাইকার। অর্থাৎ জামাল মুসিয়ালাকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রেখে চপো মোটিংকে সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলানো হতে পারে। দুই উইঙ্গে কিংসলি কোম্যান ও লিরয় সানের খেলার সম্ভাবনা বেশি।
মন্তব্য করুন