তিন ফরম্যাটের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ভারতের জাতীয় (পুরুষ) ক্রিকেট দল। নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর শীর্ষস্থান দখলে নিয়েছে তারা। এর আগে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।

অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। শুভমন গিলের সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির ওই সিরিজে ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা। ওই জয়ের পর পঞ্চাশ ওভারের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নেয় রোহিত শর্মার দল। 

এর আগেই টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল মেন ইন ব্লুজরা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেও ভারতের চ্যালেঞ্জ এখন তা ধরে রাখা। কারণ দিল্লিতে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জিততে হবে ভারতকে। না হলে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে যাবে। ওই ম্যাচে জিতলে অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এক পা এগিয়ে দেবে ভারত। 

জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। টানা দ্বিতীয় ফাইনাল খেলতে ভারতকে ৩-১ বা ৩-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। নাগপুর টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে রবিশচন্দন অশ্বিন বোলিং র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। শীর্ষে থাকা প্যাট কামিন্সের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে তিনি। সাত উইকেট নেওয়ার পাাশাপাশি ৭০ রান করায় রবিন্দ্র জাদেজা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত করেছেন।