- খেলা
- দশ হলুদ কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ডর্টমুন্ড
দশ হলুদ কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বুধবার সিগন্যাল এডুনা পার্কে ইংলিশ জায়ান্ট চেলসিকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন করিম আদয়েমি। এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মিলে ১০টি হলুদ কার্ড দেখেন।
প্রিমিয়ার লিগের অভিশাপ চ্যাম্পিয়ন্স লিগেও বয়ে বেড়াচ্ছে চেলসি। লিগ টেবিলে ১০ নম্বরে থাকা চেলসি আজ চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ম্যাচের ৬৩ মিনিটে গোলটি করেন জার্মানির তরুণ স্ট্রাইকার করিম আদয়েমি।
শেষ দিকে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মাঝে মারামারি হলে রেফারি হলুদ কার্ড দেখায় দুই দলের খেলোয়াড়দের। পুরো ম্যাচে চেলসির চার এবং ডর্টমুন্ডের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখেছে।
মন্তব্য করুন