- খেলা
- লাদেন-জাওয়াহিরির উত্তরসূরি কে এই আদেল!
লাদেন-জাওয়াহিরির উত্তরসূরি কে এই আদেল!

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরি এবং সায়েফ আল-আদেল। ছবি-সংগৃহীত
মিশরের স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা ও আল কায়েদার গুরুত্বপূর্ণ সদস্য যাকে ধরা অথবা মারার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র, সেই সায়েফ আল আদেল এখন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির ‘অপ্রতিদ্বন্দ্বী’ নেতা বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আয়মান আল জাওয়াহিরির মৃত্যুর পর আল কায়েদা এখনও কোনো উত্তরাধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। জাওয়াহিরি গত বছর কাবুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে বলে বিশ্বাস করা হয়। এই হামলা ২০১১ সালে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকে সংগঠনটির জন্য সবচেয়ে বড় আঘাত ছিল, যা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, জাওয়াহিরির উত্তরাধিকার অস্পষ্টই রয়ে গেছে। কিন্তু আল কায়েদার ঝুঁকি নিয়ে জাতিসংঘের ওই পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, 'নভেম্বর ও ডিসেম্বরের আলোচনাগুলোতে অনেক সদস্য রাষ্ট্র এই ধারণাটি গ্রহণ করেছে যে সায়েফ আল আদেল ইতোমধ্যে গোষ্ঠীটির আসল ও অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে কাজ করছেন।'
গত জুলাইয়ে আফগানিস্তানে ড্রোন হামলায় জাওয়াহিরির মৃত্যুর পর থেকেই আল কায়দার পরবর্তী নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আমেরিকার গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অব ইন্টারেস্ট’ (যাদের উপর তারা নজর রাখে) সংক্রান্ত রিপোর্ট জানাচ্ছে, জাওয়াহিরির মতোই জন্মসূত্রে মিশরীয় আদেল আল কায়দার নয়া প্রধান হয়েছেন।
জানা যায়, নব্বইয়ের দশকের শেষ পর্বে আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল হোতা ছিলেন আদেল। ওই জোড়া হামলার ঘটনায় ২২০ জন নিহত হয়েছিলেন। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ২০০১ সালে নিউ ইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিলেন তিনি। আদেলের যুক্তি ছিল— আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালালে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের ডেরা আল কায়দার হাতছাড়া হবে। পরবর্তী ঘটনাপ্রবাহ বলে দেয়, ইতিহাসের গত চিহ্নিত করার ক্ষেত্রে সে দিন নির্ভুল ছিলেন আদেল।
মন্তব্য করুন