- খেলা
- বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার
বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার
-samakal-63eef8fc68fc5.jpg)
বিপিএলের এবারের আসরে বেড়েছে প্রাইজমানির অঙ্ক। জয়ী দল শিরোপার পাশাপাশি পেয়েছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি। চলুন দেখে নেয়া যাক, ফাইনাল শেষে কারা কতো অর্থ পেলেন।
সিলেটকে কাঁদিয়ে গত রাতের ফাইনালে টানা দ্বিতীয় শিরোপা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি তাদের রেকর্ড চতুর্থ শিরোপা। ট্রফি জিতে ইমরুল কায়েসদের দল পেয়েছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্সের ঘরে গেছে ট্রফির সঙ্গে ১ কোটি টাকা।
পুরো বিপিএল জুড়ে দুর্দান্ত খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত। সমালোচনাকে পেছনে ঠেলে সেরার ট্রফি হাতে নেন তিনি। সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরাও হলেন নাজমুল হোসেন শান্ত। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৫ লাখ ও টুর্নামেন্ট সেরা হিসেবে ১০ লাখ টাকা পুরস্কার পান শান্ত। পুরো আসরে ৪ ফিফটিতে ৫১৬ রান করেছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার।
ফাইনালে শান্তদের ছাপিয়ে ম্যাচ বের করে নেওয়া ক্যারিবিয়ান জনসন চার্লস ৫২ বলে ৭৯ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন, তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
যৌথ সর্বোচ্চ ১৭ উইকেট করে নিয়েছেন নেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। তানভীর অবশ্য হাসান থেকে ম্যাচ খেলেছেন দুটি কম। তাদের হাতে উঠেছে পাঁচ লাখ টাকা। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট।
এছাড়া সেরা ফিল্ডার হিসেবে তিন লাখ টাকার পুরস্কার জিতেছেন সিলেট স্ট্রাইকার্সের কিপার মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন অভিজ্ঞ কিপার।
মন্তব্য করুন