- খেলা
- প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হলেন বাভুমা
প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হলেন বাভুমা

ছবি: ফাইল
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক ছিলেন টেম্বা বাভুমা। এবার তাকে টেস্ট দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে। ডিন এলগারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তবে সিরিজ আসলে টি-২০ নেতৃত্ব থেকে বাভুমাকে সরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রোটিয়া ওপেনার ডিন এলগার অধিনায়ক না থাকলেও খেলা চালিয়ে যাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে তাকে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘টেস্ট নেতৃত্বে বাভুমাকে স্বাগত। ২০২১ সালের মার্চে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বগুনও প্রমাণিত।’
টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পক্ষ থেকে এলগারকে ধন্যবাদ জানানো হয়েছে। বাভুমা দায়িত্ব নিয়ে তাদের প্রত্যাশা মেটাতে পারবেন বলেও আশা করছেন তারা এলগারের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চারে আছে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে। ভিন্ন ভিন্ন ফরম্যাটে সুরকি কোনরাড ও রব ওয়ালটার দলটির হেড কোচ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন টনি ডি জর্জি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কেগান পিটারসন।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজে, টনি জর্জি, ডিন এলগার, সিমন হার্মার, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, সেনুরাম মুথুসামি, এনরিক নরকিয়া, কেগান পিটারসন, কাগিসু রাবাদা, রায়ান রিকেলটন।
মন্তব্য করুন