কোচিংয়ে ফিরতে চান জিনেদিন জিদান। তার হাতে এখন কোচিং করানোর মতো সময় আছে। এমন কথাই বলেছেন দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে সাফল্য পাওয়ার পর কোচিং থেকে সাময়িক ছুটি নেওয়া ফ্রান্স কিংবদন্তি। 

জিদান বলেছেন, ‘এখন আমার হাতে সময় আছে..., কিন্তু কতক্ষণ পর্যন্ত আছে জানি না। আমি জানি যে, আমি কোচিংয়ে ফিরতে চাই। সম্ভবত জুন পর্যন্ত আপাতত হাতে সময় আছে। সব কিছু খুব দ্রুত ঘটে যায়। তবে এটা নিশ্চিত যে, কোচিংয়ে ফেরাই এখন আমার ইচ্ছে।’ 

জিদানের ওই কোচিংয়ে ফেরাটা হতে পারে পিএসজি দিয়ে। ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে ভালো করছে না প্যারিসের দলটি। টানা তিন ম্যাচে হেরেছে পিএসজি। ওদিকে দলটিতে ভাঙনের সুর। তাদের জয়ে ফেরানোর সঙ্গে দলটাকে এক সুতোয় বাধার কাজ দ্রুততম সময়ে জিদানের চেয়ে কেউ ভালো পারবেন কিনা সন্দেহ।  

ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্ত এমনটাই দাবি করেছে। এদিকে মেসির সঙ্গে পিএসজি’র চুক্তি নবায়নের আলাপ ঝুলে গেছে। নেইমারকে বিক্রি করে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। পিএসজিতে এমবাপ্পের অসুখী হয়ে ওঠা; সঙ্গে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচানোর কাজটা কেবল জিদানই হয়তো করতে পারবেন। জিদান আসলে হয়তো মেসি-নেইমার-এমবাপ্পের জুটি নতুন মাত্রা পেরে পারে।