টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ড কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ১০১ টেস্টের ক্যারিয়ারে ১০৭ ছক্কা মেরে রেকর্ডটি এত দিন নিজের দখলে রেখেছিলেন ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাককালাম।

কিউই এই মারকুটে ব্যাটারকে এবার ছাড়িয়ে গেলেন অজি অলরাউন্ডার বেন স্টোকস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন তিনি। ম্যাককালাম এখন ইংল্যান্ডের কোচ। গুরুর সামনেই শিষ্য তার রেকর্ড ভেঙে দিলেন। টেস্ট ক্যারিয়ারের ৯০ ম্যাচে স্টোকসের ছক্কা এখন ১০৯ টি।

টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজনের দখলে রয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ ছক্কা মেরেছেন। তবে বর্তমানে খেলছেন এমন কেউই এই কৃতি গড়তে পারেননি।

১০৩ ম্যাচে ৯৮ ছক্কা মেরে তালিকায় চার নম্বরে আছেন ক্রিস গেইল। ২০১৪ সালে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। ১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১০৪ ম্যাচে ৯১টি ভারতের বিরেন্দর শেবাগ। আর কেউ নম্বইয়ের ঘরে যেতে পারেননি।