সিডনি থেকেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে নির্বাচকদের জানিয়েছিলেন লেগ স্পিনার চাই তাঁর। বিপিএল শেষে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনও ঘোষণা দিয়েছিলেন লেগ স্পিনার হান্ট শুরু করা হবে। এবং তার সেই ঘোষণার পরই গতকাল মিরপুরের একাডেমিতে লেগ স্পিনারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করে দিয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

প্রথম দিন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ আর রিশাদ হোসেনকে নিয়ে কাজ করেছেন তিনি। প্রাথমিকভাবে তিন দিনের ক্যাম্প চালাবেন। তাঁর সঙ্গে এই ক্যাম্পে থাকছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও।

সম্প্রতি হেড অব প্রোগ্রাম হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে ডেভিড মুরকে। তিনিই একাডেমি মাঠে এই ক্যাম্পের তত্ত্বাবধান করছেন। তিনিই বিসিবি প্রধানকে জানিয়েছেন শিগগিরই সারাদেশ থেকে স্পিনার হান্ট করে লেগ স্পিনার খুঁজে বের করবেন।

প্রতিটি জেলা, বিভাগ ধরে ধরে ট্যালেন্ট হান্টে নামবেন বলে জানান নাজমুল হাসান পাপন।