লিডস ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে জয়ের পর ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই দুই ম্যাচের গোল পেয়েছিলেন মার্কোস রাশফোর্ড। এবার লিগ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন তিনি। 

দলের বড় জয়ে জোড়া গোল করেছেন রেড ডেভিলসদের নাম্বার টেন রাশফোর্ড। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার দলকে ২-০ গোলে এগিয়ে নেন। 

বদলি নেমে দলকে ৩-০ গোলের লিড এনে দেন জাদন সানকো। তিনি গোল করেন ৬১ মিনিটে। কাসেমিরোহীন দলে দুর্দান্ত খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তিনি দুই গোলে সহায়তা দিয়েছেন। বড় ওই জয়ে পয়েন্ট টেবিলে তিনে জায়গা পাকা করেছে ম্যানইউ। সেরা চারে মৌসুম শেষ করার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে।  

এক মৌসুমে ক্যারিয়ার সেরা ২৩ গোল করেছেন রাশফোর্ড। ছবি: এএফপি

দুর্দান্ত খেলা রাশফোর্ড দারুণ দুই রেকর্ড গড়েছেন। চলতি মৌসুমে ম্যানইউ-এর জার্সিতে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করেছেন। এক মৌসুমে যা তার ক্যারিয়ার সেরা। এছাড়া ওল্ড ট্রাফোর্ডে চলতি মৌসুমে সব মিলিয়ে ১৭ গোল করেছেন এই তারকা। ২০১১-১২ মৌসুমের ওয়েন রুনির পরে যা ওল্ড ট্রাফোর্ডে এক মৌসুমে কারো সর্বোচ্চ গোল করার রেকর্ড।