- খেলা
- ফ্রাঙ্কফুটকে সহজে হারাল নাপোলি
ফ্রাঙ্কফুটকে সহজে হারাল নাপোলি

নাপোলির হয়ে নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনর গোল। ছবি: টুইটার
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইনট্রাক ফ্রাঙ্কফুটের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে নাপোলি। ফ্রাঙ্কফুটের মাঠ থেকে জিতে ফেরায় শেষ আটের পথও সহজ হলো তাদের।
ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি পায় চলতি মৌসুমে সিরি আ' টেবিলে ১৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা নাপোলি। কিন্তু গোল করতে পারেনি দলটি।
তবে প্রথমার্ধেই লিড নিয়ে মাঠ ছাড়ে চমক দিয়ে লিগ শিরোপা জয়ের পথে লিড দেওয়া নাপোলি। ৪০ মিনিটে দলটির হয়ে গোল করেন দলবদলের বাজারে বড় বড় ক্লাবের নজরে থাকা ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে নাপোলিকে ২-০ গোলের লিড এনে দেন লরেঞ্জ। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। তবে গোলমুখে দশটি শট নিয়ে দুই গোলের জয়কে ছোট মনে করতেই পারেন ইতালির ক্লাবটির কোচ লুসিয়ানো স্পালেত্তি।
মন্তব্য করুন