- খেলা
- দুই সেরা গোলরক্ষকের ‘হাস্যকর’ ভুল
দুই সেরা গোলরক্ষকের ‘হাস্যকর’ ভুল

ছবি: টুইটার
বর্তমান সময়ের সেরা পাঁচজন গোলরক্ষকের তালিকা করলে সেখানে অনুমিতভাবে থাকবেন বেলজিয়ামের রিয়াল মাদ্রিদ স্টপকিপার থিবো কর্তোয়া এবং লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ‘বাজপাখি’ বলেও ডাকা হয় তাদের।
First Courtois now Alisson tf is happening ???? pic.twitter.com/V68nmiqvDQ
— Rick (@RickFCB_) February 21, 2023
ওই দু’জনই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যানফিল্ডে ‘হাস্যকর’ ভুল করেছেন। কর্তোয়া ভুল করে গোল খেয়েছেন। অ্যালিসনও ভুলে যাওয়ার মতো এক ভুল করেছেন।
ম্যাচের ১৪ মিনিটে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয় গোলটি আসে কর্তোয়ার ভুলে। এদার মিলিতাও ব্যাক পাস দেন। কর্তোয়া তা ঠিক ঠাক রিসিভও করেন। কিন্তু পাস দিতে গিয়ে বল আলতো করে তার হাঁটুতে লাগে। এরপর নিয়ন্ত্রণ হারান রিয়ার গোলরক্ষক। লিভারপুলের স্ট্রাইকার মোহামেদ সালাহ বল পাঠিয়ে দেন জালে।
ম্যাচের ২১ মিনিটে ভিনিসিয়াস দুর্দান্ত গোলে দলকে ম্যাচে ফেরান। ৩৬ মিনিটে ব্যবধান ২-২ করেন তিনি। সমতা সূচক গোলটি আসে অ্যালিসনের ভুল থেকে। পাস দিতে গিয়ে তিনি বল মেরে দেন ভিনির পায়ে। বল চলে যায় জালে। ওই সমতাসূচক গোল পাওয়ার পর রিয়াল মাদ্রিদ ৫-২ গোলের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এক পা দিয়ে ফেলেছে।
মন্তব্য করুন