গত আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে লিভারপুল। শেষ ম্যাচ পর্যন্ত লিগ শিরোপার জন্য লড়াই করেছে। এবার লিগে তারা আছে আটে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরেছে ৫-২ গোলে। 

অথচ ১৪ মিনিটে ২-০ গোলে লিড নিয়েছিল জার্গেন ক্লপের দল। অ্যালিসন বেকারের এক ভুলে সমতায় ফেরে রিয়াল। এরপর যেন সবকিছু এলোমেলো হয়ে যায় রেডসদের। দলটির জার্মান কোচের মতে, এই হার হাস্যকর। নিজের গালে নিজে চড় মারার সামিল। 

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের শুরুটা ছিল অসাধারণ। এক নিমিষে আমরা ২-০ গোলের লিড নিয়েছিলাম। দ্বিতীয় গোলটি ছাড়া প্রথমার্ধে সব কিছু ঠিক ছিল। এরপর আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ি। দ্বিতীয় গোলটি স্লাপটিক; নিজের গালে চড় মারার মতো বিব্রতকর।’ 

অ্যালিসন ৩৬ মিনিটে পাস দিতে গিয়ে বল মেরে বসেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াসের পায়ে। জোড়া গোল করে ভিনি রিয়াল মাদ্রিদকে ২-২ গোলের সমতায় ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে লস ব্লাঙ্কোসরা। ক্লপের মতে, দ্বিতীয়ার্ধে লিভারপুল যেন পাঁচ-ছয় জন নিয়ে খেলছিল। 

তিনি বলেন, ‘এভাবে গোল (দ্বিতীয় গোলটি) হতে পারে না। এভাবে গোল হওয়া উচিত নয়। প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি ৯৫ মিনিটই ওভাবে খেলে যেতে হতো। তারা যখন গোল করছে, মাঠে যেন আমাদের পাঁচ-ছয়জন খেলোয়াড় ছিল। কোন চ্যালেঞ্জই জানায়নি। এটা হতে পারে না।’