রোমেলু লুকাকু বেঞ্চে কেন? সরল প্রশ্ন। ইনজুরি থেকে তো তিনি সেরে উঠেছেন! জবাবে ইন্টার মিলানোর প্রধান নির্বাহী কর্মকর্তা মারোত্তি বলেছিলেন, ওর ওজন ১০৩ কেজি। খেলতে হলে ফিটনেসে ফিরতে হবে তাকে। তিনি খেলার জন্য এখনও শতভাগ ফিট নন। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ওই লুকাকুর গোলে ১-০ ব্যবধানে পোর্তকে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৫৮ মিনিটে বদলি নামানো হয় তাকে। ৮৬ মিনিটে গোল করে দলকে শেষ আটে যাওয়ার লড়াইয়ে ঘরের মাঠের সুবিধাটুকু এনে দিয়েছেন। 

ম্যাচে ইন্টারের সঙ্গে পাল্লা দিয়ে খেলে গেছে পোর্ত। তবে পর্তুগিজ ক্লাবটি সবচেয়ে বড় ধাক্কা খায় ৭৮ মিনিটে। জোড়া হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তর পর্তুগিজ মিডফিল্ডার ওটাভিও। তার একটু বাদেই আসে বেলজিয়াম স্ট্রাইকার লুকাকুর জয়সূচক গোলটি। 

খোঁচা খাওয়া লুকাকু ম্যাচ শেষে খোঁচা ফেরত দিতে ভুল করেননি। নিজের শরীরের প্রতি ইঙ্গিত করে স্কাই স্পোর্টসকে রসিকতা করে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমাকে ওপর থেকে দেখুন, আমি দারুণ শেপে আছি।’