সৌদি প্রো লিগে দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতের ম্যাচে ডাম্যাকের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তিন গোল করেন তিনি।

সিআরসেভেনের জাদুতে ৩-০ গোলে জিতেছে আল নাসর। এর আগের ম্যাচে দুই গোলে সহায়তা দিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি। তার আগের ম্যাচে করেছিলেন চার গোল।

ডাম্যাকের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পান তিনি। তার দল আল নাসর ২-০ গোলের লিড নেয়।

এরপর ৪৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। দ্বিতীয়ার্ধে তিনি ও তার দল কয় গোল করে সেটিই ছিল দেখার। তবে নাসরকে শেষ ৪৫ মিনিট আটকে রাখতে সক্ষম হয়েছে ডাম্যাক।