- খেলা
- যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু
যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু
-samakal-63fb24da4cecd.jpg)
'বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেব আসমান'- এই স্লোগান সামনে রেখে গতকাল ভলিবল ও দাবা ইভেন্ট দিয়ে শুরু হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিলেন। এবার ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন। আর চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের (তরুণ-তরুণী, একক দলীয়) ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি ব্রোঞ্জপদকের জন্য প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ লড়বেন।
গেমসের চূড়ান্ত পর্ব উপলক্ষে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য মশাল র্যালি শুরু হয়। র্যালির আগে মশাল প্রজ্বালন করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। টুঙ্গিপাড়া থেকে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে মশাল বিওএ ভবনে আসে। বিওএ ভবনে আনুষ্ঠানিকভাবে মশাল গ্রহণ করেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এর পর মশালটি ঢাকা আবাহনী লিমিটেড ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়। আবাহনী মাঠ থেকে মশাল নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসের স্টোর রুমে। সেখান থেকে মশালটি উদ্বোধনী অনুষ্ঠানস্থল বনানী আর্মি স্টেডিয়ামে নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বালন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও ১৩তম এসএ গেমস ২০১৯-এ স্বর্ণপদকজয়ী কারাতেকা মারজান আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না তেমন জাঁকজমক। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিবেচনায় গেমস আয়োজনে সবকিছুতেই নাকি কৃচ্ছ্রতা সাধনে মনোযোগী বিওএ। গেমসের ২৪টি ডিসিপ্লিন তাদের স্ব স্ব ফেডারেশনের তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন ভেন্যুতে সাত দিনব্যাপী চলবে। আগামী ৪ মার্চ পর্দা নামবে এই প্রতিযোগিতার। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন