- খেলা
- অস্বস্তি নিয়েই ইনদোর টেস্টে ফিরছেন স্টার্ক
অস্বস্তি নিয়েই ইনদোর টেস্টে ফিরছেন স্টার্ক

ছবি: ফাইল
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়া। ওই দুই টেস্টে খেলতে পারেননি বাঁ-হাতি অজি পেসার মিশেল স্টার্ক। ইনজুরিতে ছিলেন তিনি। ওই ইনজুরির অস্বস্তি এখনও আছে তার। অস্বস্তি নিয়েই ইনদোরে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচনোর ম্যাচে মাঠে নামবেন তিনি।
পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরেছেন। ফিরে আসার কথা থাকলেও তৃতীয় টেস্টের আগে ফেরা হচ্ছে না তার। কামিন্সের জায়গায় নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আর সব ঠিক থাকলে তার জায়গায় খেলবেন স্টার্ক।
সোমবার সংবাদ সম্মেলনে স্টার্ক বলেছেন , ‘শতভাগ ফিট হয়ে যদি খেলতাম তাহলে পাঁচটা থেকে ১০টার বেশি টেস্ট খেলতে পারতাম না। এখন যেখানে আছি তাতে খুশি। গত ১০-১২ বছর ধরে এভাবেই খেলেছি।’
স্টার্ক জানিয়েছেন, শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মধ্যে আঙুলের অস্বস্তি বেশি ভোগাচ্ছে তাকে। আঙুল যেভাবে ঘোরানোর দরকার ছিল সেভাবে পারছেন না। পুরোদমে ফিরতে ওই একটি অসুবিধাই দেখছেন তিনি। তবে এক সপ্তাহ ধরেই আঙুলের অবস্থার একটু একটু করে উন্নতি হচ্ছে বলেও উল্লেখ করেছেন স্টার্ক।
এছাড়া ফেরার ম্যাচে নিজের বোলিং নিয়ে স্টার্ক বলেছেন, ‘ভারতীয় উপমহাদেশে স্পিনাররা বেশি প্রভাব রাখেন। পেসারদের সেজন্য ছোট ছোট স্পেলে বোলিং করতে হয়। বাঁ-হাতি হওয়ায় ক্রিজে জোরে বল ছুড়তে পারলে আশা করছি সুবিধা পাবো। ভারতীয়দের চেয়ে এক্ষেত্রে আমি কিছুটা এগিয়ে থাকবো। আশা করছি, কিছু রিভার্স সুইংও পাবো। দেখা যাক কী হয়, আগামীকাল আমরা ম্যাচের পরিকল্পনা করবো।’
মন্তব্য করুন