- খেলা
- খাবার ভেবে বল তাড়া করেন ‘ক্ষুধার্ত’ কাসেমিরো
খাবার ভেবে বল তাড়া করেন ‘ক্ষুধার্ত’ কাসেমিরো

ছবি: এএফপি
ম্যানচেস্টার ইউনাইটেড ফিরেছে। ছয় বছর পর কারাবাও কাপ দিয়ে শিরোপার স্বাদ পেয়েছে। দলটির ওই সাফল্যের পেছনে আছেন কোচ এরিক টেন হ্যাগ। ভূমিকা আছে গোলের ধারায় থাকা মার্কোস রাশফোর্ডের। মোটা অঙ্কে ওল্ড ট্রাফোর্ডে আসা তরুণ লিয়ান্দ্রো মার্টিনেজ, অ্যান্তোনিরা ভূমিকা রাখছেন।
তবে সবচেয়ে বড় অবদান সম্ভবত রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর। গোলে সহায়তা দিয়ে, গোল করে, মাঠে নেতার ভূমিকা নিয়ে তিনি সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়েছেন। কারাবাও কাপের ফাইনালে গোল করেছেন। ম্যাচ সেরা হয়েছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ অনেক শিরোপা জেতা ৩১ বছর বয়সী কাসেমিরো বলেছেন, তিনি এখনও সাফল্যের ক্ষুধায় ক্ষুধার্ত। তিনি এক প্লেট খাবার ভেবে বলের পেছনে এখনও আগের মতো ধাওয়া করেন।
সংবাদ মাধ্যম টিএনটি ব্রাজিলকে কাসেমিরো বলেছেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন যে, এক প্লেট খাবার ভেবে আমি বলের পেছনে ছুটি। এটাই আমার চরিত্র। এটা ফাইনাল ম্যাচ ছিল বলে ওভাবে খেলেছি তা নয়। প্রতিটি বলকে লাস্ট বল ধরে আমি আক্রমণ করি। আমি এভাবেই উদযাপন করি, কারণ এটা আমি পছন্দ করি।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে কাসেমিরো কেন ‘ভঙ্গুর’ ম্যানইউ’তে এসেছেন তা নিয়ে প্রশ্ন ছিল। ওই কেনোর উত্তর এরই মধ্যে তিনি দিতে পেরেছেন। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘বড় একটা ক্লাব ছেড়ে আমি এসেছি। অনেকেরই প্রশ্ন ছিল, কেন এসেছি। এই মুহূর্তগুলোই তার উত্তর। সকলেই জানেন, এটা আমাদের শুরু। তার মানে এই নয় যে, আমরা এই শিরোপা জিতে আনন্দিত নই। এটা আমার জন্য আরও একটা শিরোপা। এটাকে স্বাগত।’
মন্তব্য করুন