- খেলা
- আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন
আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন

আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় এএসপি থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ২৭ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
এতে সিঙ্গেলস-এ মো. শরিফুল আলম (এডিসি ফোর্স, ডিএমপি) ৬-২, ৬-৪ সেটে মো. ইহসানুল ফিরদাউসকে (এডিসি, ধানমন্ডি জোন, ডিএমপি) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডাবলস-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এতে সভাপতিত্ব করেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।
ডাবলস- এর ফাইনালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান এবং মো. শরিফুল আলম জুটি মো. শহীদুল্লাহ এবং মো. ইহসানুল ফিরদাউস জুটিকে ৬-০, ৬-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
মন্তব্য করুন