- খেলা
- পুরো আইপিএল মিস করতে যাচ্ছেন বুমরাহ
পুরো আইপিএল মিস করতে যাচ্ছেন বুমরাহ

ছবি: ফাইল
কোমরের ইনজুরিতে এশিয়া কাপ মিস করেছেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হলেও তার নাম পরে কেটে দেওয়া হয়। এবার ৩১ মার্চ শুরু হতে যাওয়া পুরো আইপিএল মিস করতে যাচ্ছেন ডানহাতি এই পেসার।
সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহকে কোমরে সার্জারি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বিশ্বকাপ থাকায় দ্রুত ওই সার্জারি সম্পন্ন করার পরামর্শ দিয়েছে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও এনসিএ দ্রুতই ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার কোমরে সার্জারি করানো হলে আইপিএল তো দূরে থাক ভারত ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (৭ জুন) উঠলেও খেলা হবে না তার।
গত বছরের আগস্টে বুমরাহ কোমরের ইনজুরিতে পড়েন। এরপর ব্যাঙ্গালুরুর এনসিএ’তে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করেন তিনি। সেরে উঠে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরে দুটি টি-২০ খেলেছিলেন। এরপর আবার ইনজুরিতে পড়েন। গত ডিসেম্বরে অনুশীলনে ফিরেছিলেন র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা এই পেসার।
ফিটনেস টেস্টে পাস করায় এবং ঠিকঠাক বোলিং করতে পারায় শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারিতে শেষ হওয়া ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত তার নাম প্রত্যাহার করা হয়। এরপর অস্ট্রেলিয়া সিরিজও খেলতে পারলেন না তিনি। মূলত জানুয়ারিতে উচ্চ পর্যায়ের ফিটনেস টেস্ট দিতে গিয়েই তার ইনজুরি নতুন করে ধরা পড়ে।
মন্তব্য করুন