- খেলা
- ‘ফিল্ডিং করতে’ ওয়ানডে দলে শামিম!
‘ফিল্ডিং করতে’ ওয়ানডে দলে শামিম!

শামিম হোসেন পাটোয়ারি। ছবি: ফাইল
টি২০ দলে ফেরার একদিন পরই আরেক সুখবর পেলেন শামিম হোসেন পাটওয়ারি। দ্বিতীয় ওয়ানডের জন্য তাকে দলভুক্ত করেছে বিসিবি।
যদিও সূত্রের খবর, অধিনায়ক তামিম ইকবাল চেয়েছিলেন ইয়াসির আলীকে দলে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ডাক পেলেন শামিম।
কোচ হাথুরুসিংহের চাওয়ায় ওয়ানডে দলে শামিমের জায়গা হয়েছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন ভিন্ন কথা। শামিম বিশ্বকাপের পর ফর্মে ছিলেন না। এরপর তাকে নার্সিং করেই নাকি ছন্দে ফেরানো হয়। সবশেষ বিপিএলেও ভালো করেন।
যেমনটা বলেছেন নান্নু, ‘বিশ্বকাপের পর থেকে সে ধারাবাহিক ছিল না। ওকে আমরা এইচপিতে নার্সিং করেছি। আমাদের প্রোগ্রামে যথেষ্ট উন্নতি করেছে সে। এরপর বিপিএলে কিছু ভালো ইনিংসও খেলেছে। এই ফরম্যাটেও ভালো করার যথেষ্ট সামর্থ্য রয়েছে তার। সেজন্যই তাকে সুযোগ দেওয়া।’
বিসিবির থেকে ভিন্ন কথাও বলা হয়েছে। দলে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের চোট আছে। তাকে খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের শঙ্কা নেই বলেই জানা গেছে। তবে ফিল্ডিংয়ে মাঝে মধ্যে তার সাপোর্ট লাগতে পারে। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনের সময় আঙুলে মুশি হালকা চোট পাওয়ায় মূলত নেওয়া হয়েছে শামিমকে।
মন্তব্য করুন