- খেলা
- লিটন-শান্তের গোল্ডেন ডাক
লিটন-শান্তের গোল্ডেন ডাক

ইংল্যান্ডের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট বাংলাদেশের। প্রথম ওভারেই স্যাম কারেনের দুই বলে গোল্ডেন ডাক মারলেন শান্ত ও লিটন। যদিও ইংলিশ পেসারকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম।
৬২ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার গোল্ডেন ডাক মারলেন লিটন দাস। অন্যদিকে ১৭ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে তিনবার শূন্য রানে আউট হলেন শান্ত। তিনবারই প্রথম বলে।
এর আগে জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ইংল্যান্ড। বাংলাদেশের মাটিতে এটিই তাদের দলীয় সর্বোচ্চ। তাই সিরিজে টিকে থাকতে হলে রেকর্ড করতে হবে বাংলাদেশকে।
এই ফরম্যাটে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যেটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
মন্তব্য করুন