- খেলা
- টস নয়, দল হেরেছে বাজে বোলিংয়ের কারণে- দাবি তামিমের
টস নয়, দল হেরেছে বাজে বোলিংয়ের কারণে- দাবি তামিমের
-samakal-64021cc67f194.jpg)
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে হোম অব ক্রিকেটে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় তামিম। উইকেটের চিটচিটে ভাব আছে উল্লেখ করে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম। তবে আগে ব্যাট পেয়ে যেন খুশিই হয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। কারণ টস জিতলে আগে ব্যাটই করতে চাইতেন বাটলাররা। তামিমের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য দেয় ইংল্যান্ড। এতবড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানে হেরে সিরিজ খোয়ায় তামিমের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে প্রশ্ন ছিল, উইকেট চিনতে কি ভুল করেছে বাংলাদেশ? তবে টসের সিদ্ধান্তে ভুল দেখেন না তামিম। বাংলাদেশ অধিনায়ক কাঠগড়ায় দাঁড় করালেন বোলারদের। তামিম সরল স্বীকারোক্তি, 'এর বেশি কিছু বলার নেই। আমরা ভালো বোলিং করিনি।'
'আমি ও আমার ম্যানেজম্যান্টের মনে হয়েছে, উইকেট কিছুটা চিটচিটে এবং এটি তা-ই ছিল। তবে যতই চিটচিটে ভাব থাকুক অথবা সাহায্য থাকুক, আপনি যদি ঠিক জায়গায় বোলিং না করেন, তাহলে আপনার ওপর মার পড়বে।'
তামিমের ধারণা শুরুতে ঠিকই ছিল। প্রথম ওভার থেকেই টার্ন পায় তাইজুল-সাকিবরা। তবে সেই টার্ন কাজে লাগাতে পারেননি তাইজুল-সাকিবরা। পেসাররাও তেমন সুবিধা করতে পারেনি। এতে সেট হয়ে সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। তার সেঞ্চুরিতেই বড় স্কোরের ভিত পায় ইংল্যান্ড।
টস নিয়ে তামিমের জবাব, 'প্রতিপক্ষ অধিনায়ক কী বলেছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। সে হয়তো বলেছে আগে ব্যাট করতে চেয়েছিল। আমিও অনেক সময় টস হেরে এমন কথা বলেছি। তো এটি আমার কাছে তেমন চিন্তার কিছু নয়।'
নিজেদের ব্যর্থতার দিনে জেসন রয়-বাটলারদের কৃতিত্ব দিতে ভুলেননি তামিম। পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, 'ওরা যেভাবে খেলেছে, কৃতিত্ব দিতেই হবে। ওরা সুযোগ নিয়েছে। সুইপ খেলেছে, রিভার্স সুইপ খেলেছে। এগুলো কাজে লেগেছে। ওদেরকে কৃতিত্ব দিতে হবে।'
মন্তব্য করুন