- খেলা
- শুধু মুস্তাফিজ নয়, নিজেকেও 'অটোচয়েজ' ভাবেন না তামিম
শুধু মুস্তাফিজ নয়, নিজেকেও 'অটোচয়েজ' ভাবেন না তামিম

আগের মত ধার নেই মুস্তাফিজের বলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও ছিলেন উইকেট শূন্য। নিয়মিতই খরুচে বল করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার পর তাই স্বাভাবিকভাবেই তামিমের কাছে প্রশ্ন ছুটে যায়, মুস্তাফিজ কি বাংলাদেশ দলে অটোচয়েজ?
বাংলাদেশ অধিনায়ক তামিম জোর দিয়ে বললেন, শুধু মুস্তাফিজ কেন, এই দলে 'অটো চয়েজ' নন তিনি নিজেও।
তামিম আরো বলেন, 'অটো চয়েজ বলে কিছু নেই। আমি অধিনায়ক হতে পারি কিন্তু সরাসরি পছন্দের নই। নিয়মিত পারফরম্যান্স করলে আমিও দলে থাকব না। কোন ক্রিকেটারই সবসময় এক অবস্থায় যাবে না।'
সর্বশেষ ১৫ ওয়ানডেতে মুস্তাফিজের শিকার মাত্র ১১টি! মুস্তাফিজ কি তার ছন্দ হারিয়ে ফেলেছেন? তামিমের কাছে এমন প্রশ্ন করলে সতীর্থের পাশেই থেকেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'তার ডিফেন্সিভ স্কিল দুর্দান্ত। কিন্তু সে যদি উইকেট শিকারের সামর্থ্য যোগ করে, সেটা দারুণ হবে। আমি নিশ্চিত, সেও এটা জানে। সে কাজ করে যাবে এবং পরের ম্যাচে আশা করি নিজেকে মেলে ধরবে।
তামিমের মতে মুস্তাফিজ এখন অফফর্মে। শিগগিরই ফিরবেন চেনা রূপে, 'আগে যেটা বললাম, ওর ডিফেন্সিভ স্কিল খুব ভালো। তবে উইকেট নেওয়ার স্কিলে হয়তো উন্নতি করতে হবে। সব সময় কোনো ক্রিকেটারের গ্রাফ একরকম থাকে না। কখনও ওপরে যায়, কখনও নিচে। তার ওপর আমার বিশ্বাস প্রবল। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। আমার এতে কোনো সন্দেহ নেই।'
মন্তব্য করুন