
ওয়ার্নের সঙ্গে শচীন টেন্ডুলকার
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে হৃদয়স্পর্শী এক বার্তা দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
টুইটারে টুইট করে 'মাস্টার ব্লাস্টার' লিখেছেন, 'মাঠে আমরা বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ খেলেছি। একইভাবে স্মরণীয় বেশ কিছু মুহূর্তও কাটিয়েছি। আমি তোমাকে একজন সেরা ক্রিকেটার হিসেবেই নয়, একজন চমৎকার বন্ধু হিসেবেও মিস করবো।'
টেন্ডুলকার আরো লিখেছেন, 'আমি নিশ্চিত তোমার রসবোধ ও ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক করে তুলেছো।'
ক্রিকেট মাঠে ওয়ার্ন ও টেন্ডুলকারের লড়াইটা ছিল উত্তেজনাপূর্ণ। কিন্তু মাঠের বাইরে দুই তারকার বন্ধুত্ব ছিল সর্বজনবিদিত। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের বাড়িতেও গিয়েছিলেন শচীন ও ওয়ার্ন। ক্রিকেট জীবনে যেমন ওয়ার্নে পরাস্ত হয়েছেন শচীন, তেমনি ওয়ার্নের বিরুদ্ধেও বিধ্বংসী হয়ে উঠেছেন শচীন।
ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি স্পিনারদের একজন ওয়ার্ন। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন। ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট শিকার করেছেন এই অজি কিংবদন্তি।
মন্তব্য করুন