- খেলা
- সাকিবকে বায়োপিকের প্রস্তাব
সাকিবকে বায়োপিকের প্রস্তাব
-samakal-64041f82278c6.jpg)
ক্রিকেটারদের বায়োপিক নতুন কিছু নয়। এর আগে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সিনেমায় প্রদর্শিত হয়েছিলেন। তবে তাদের বেশিরভাগই নির্মিত হয়েছে ভারতে। বাংলাদেশে এখনও তেমন কিছু দেখা যায়নি।
তাই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাকিব আল হাসানের বায়োপিক করার চেষ্টা করা হচ্ছে। বাঁহাতি এ অলরাউন্ডারকে এ নিয়ে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানায় তার ঘনিষ্ঠজন।
তবে সাকিবের সঙ্গে কবে নাগাদ চুক্তি হতে পারে– এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।
মন্তব্য করুন